
ব্যাংক থেকে ১ লাখ ২০ হাজার কোটি টাকা নিতে চায় সরকার
আসছে বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ঋণ নির্ভরতার ওপর ঝুঁকছে। চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরে সরকার বিপুল পরিমাণ ব্যাংক ঋণ করার পরিকল্পনা ঠিক করছে। যা ঘাটতির ৫০ শতাংশ এবং মোট বাজেটের ১৫ শতাংশ। তবে ঋণ নেওয়ার লক্ষ্য চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে কম।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার টাকা। বিশাল অঙ্কের এ বাজেটের ঘাটতি ধরা হচ্ছে দুই লাখ ৪০ হাজার কোটি টাকা। এ ঘাটতি পূরণে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হবে। এর ধারাবাহিকতায় বিশাল ঘাটতি পূরণে প্রধান ভরসাস্থল হিসেবে এবারও ব্যাংক ঋণ করবে বলে ঠিক করেছে সরকার।
বাজেট প্রণয়নের দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী বাজেটে এক লাখ ২০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এই অঙ্ক চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ হাজার ৫০০ কোটি টাকা কম।