
টানা ৫ বছর ধরে রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোর লোকসান ৫০০ কোটি টাকার বেশি
ডেইলি স্টার
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ১১:৫১
টানা পঞ্চম বছরের মতো ৫০০ কোটি টাকার বেশি বার্ষিক লোকসান গুনেছে দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো। ব্যয় কমানোসহ বড় আকারে লোকসানি কলগুলো বন্ধ করার পরও লোকসানের ধারা অব্যাহত রয়ে গেছে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সর্বশেষ আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে নিট লোকসান দাঁড়িয়েছে ৫০৮ কোটি ২৪ লাখ টাকা।
২০২২-২৩ অর্থবছরে লোকসান ছিল ৫৫৬ কোটি ৩৪ লাখ টাকা। সে তুলনায় গত অর্থবছরে লোকসান কিছুটা কম।
২০২০ সালের ডিসেম্বরে ১৫টি চিনিকলের মধ্যে ছয়টি বন্ধ করা হয় 'আধুনিকায়ন' পরিকল্পনার অংশ হিসেবে। সেই বছরে, অর্থাৎ ২০২০-২১ অর্থবছরে চিনিকলগুলোর লোকসান সর্বোচ্চ এক হাজার ৩৬ কোটি টাকায় পৌঁছায়।
পাবনা, শ্যামপুর, পঞ্চগড়, সেতাবগঞ্জ, রংপুর ও কুষ্টিয়া চিনিকল বন্ধের উদ্দেশ্য ছিল লোকসানের এই ধারা বন্ধ করা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- লোকসান
- চিনিকল