
উপাচার্যকে হুঁশিয়ারি ছাত্রদলের: ‘ক্ষমতার মসনদ থেকে কীভাবে টেনে নামাতে হয় ছাত্রদল জানে’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত প্রকৃত খুনিদের অতিদ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রদল। মঙ্গলবার বিকেল ৩টার পর প্রায় দু’ঘণ্টা রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় সড়ক অবরোধ করে রাখে ছাত্রদল।
সড়ক অবরোধ করে ছাত্রদলের নেতাকর্মীরা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, বিচার বিচার বিচার চাই, সামান্য হত্যার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, দফা এক দাবি এক, ভিসি-প্রক্টরের পদত্যাগ ইত্যাদি স্লোগান দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি-প্রক্টরের পদত্যাগও চান ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাম্য হত্যাকাণ্ডের ৭ দিন পার হয়ে গেলেও প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানে যে সাম্যের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা ক্ষমতায় বসেছে, সেই সাম্য হত্যাকাণ্ডের পরে প্রতিবাদে তাদের এখনো কোনো কথা বলতে শুনলাম না। অতিদ্রুত যদি সাম্যের হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে বিচার করতে না পারেন, আমরা যমুনা ঘেরাও করবো। একদল শিক্ষার্থীকে দেখছি সাম্যের হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা এটা বন্ধ না করলে তাদের দাঁতভাঙা জবাব দেবে ছাত্রদল।