নির্বাচন যেন পেছানো না হয়: ইসিকে এনসিপি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৩

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ঘোষিত তারিখ যাতে পেছানো না হয় সেই দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।


বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।


সকালে এনসিপির একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। এ সময় যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বুধবার দেশে একটা ইভেন্ট ঘটতে যাচ্ছে। ৩ তারিখে আরেকটি দল সমাবেশের ডাক দিয়েছে। সার্বিক বিবেচনায় এদিকে হাদি হত্যাকাণ্ড নিয়ে বিচার প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।


“দেশের যে অস্থিতিশীল অবস্থা রয়েছে, ইসিকে বলেছি ফেব্রুয়ারির ১২ তারিখের ইলেকশনের যে ডেট ঘোষণা হয়েছে সে তারিখেই যেন ইলেকশনটা সম্পন্ন করতে পারি। এবং এ ব্যাপারে নির্বাচন কমিশনের কি পদক্ষেপ রয়েছে আমরা জানতে চেয়েছি।”


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইসি তাদেরকে জানিয়েছে, তারা তিনবাহিনী প্রধানের সঙ্গে কথা বলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও