
বাজারে গ্রীষ্মের ফল, উত্তাপ দামে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ০৯:২৪
জ্যৈষ্ঠের শুরুতে বাজারে চলে এসেছে আম, জাম, লিচু, কাঁঠাল আর জামরুলসহ গ্রীষ্মের নানা ফল। আগ্রহের সঙ্গে ক্রেতারা সেগুলোর জাতপাত আর দাম শুনছেন। মৌসুমি ফলের স্বাদ নিতে দাম চড়া হলেও কিনে বাসায় ফিরছেন।
রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে উঠছে এসব ফল। বিক্রি হচ্ছে পাইকারি ও খুচরা দরে। যদিও পাইকারির চেয়ে খুচরা বিক্রেতারা দাম হাঁকছেন দ্বিগুণ।
কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বিক্রেতারা আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, সফেদাসহ বিভিন্ন ফলের ডালা সাজিয়ে বসেছেন। ক্রেতারা দামদর জিজ্ঞেস করছেন। বেশি দাম শুনে কেউ ফিরে যাচ্ছেন, কেউ আবার পরিমাণে অল্প হলেও কিনে বাসায় ফিরছেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ফলের বাজার