
ম্যাচ জিতেও লিটনের যে আক্ষেপ
সঙ্গীদের আসা-যাওয়ার মিছিলের মাঝেও অবিচল তখন পারভেজ হোসেন। ১৫ থেকে ১৭, এই তিন ওভারে একের পর এক চার-ছক্কায় দলের স্কোরে যোগ হলো ৪৬ রান। কিন্তু পরের তিন ওভারে এর অর্ধেক রানও পেল না বাংলাদেশ। মঞ্চ সাজিয়েও দুইশ ছোঁয়া ছাড়ানো সম্ভব হলো না। ম্যাচ জিতলেও শেষের ব্যাটিং নিয়ে দুর্ভাবনার কথা বললেন লিটন কুমার দাস।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতের ম্যাচে পারভেজ ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটসম্যান উইকেটে টিকতে পারেননি। একপ্রান্তে ৯ ছক্কার রেকর্ড গড়া ইনিংসে ৫৪ বলে ১০০ রান করেন বাঁহাতি ওপেনার। অন্য পাশে আর কেউ ২০ রানও ছাড়াতে পারেননি।
বলতে গেলে, পারভেজের একার চেষ্টায় ১৯১ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। অথচ ১০ ওভারে একশ পেরিয়ে বেশ ভালোভাবেই দুইশ ছাড়ানোর পথে ছিল তারা। এমনকি ১৭ ওভারেও রান ছিল ৫ উইকেটে ১৬৯ রান।
তখনও পারভেজের সঙ্গে ক্রিজে ছিলেন শামীম হোসেন। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ দিকে ক্যামিও খেলার সামর্থ্য দেখিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। এবারও একই দাবি ছিল তার ব্যাটে। কিন্তু সেই চাহিদা মেটাতে পারেননি শামীম।
ইনিংসের শুরু থেকে খেলতে থাকা পারভেজও পারেননি আর বাউন্ডারি মারতে। ফলে শেষের তিন ওভারে মাত্র ২২ রান করতে পারে বাংলাদেশ। এর মধ্যে অতিরিক্ত থেকেই আসে সাত রান। ব্যাটসম্যানরা মারতে পারেন মাত্র দুটি চার।