
জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পাবনার রাজনীতি
পাবনার আটঘরিয়ায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পাল্টাপাল্টি কড়া বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ।
সংঘর্ষে জামায়াত কার্যালয়ে আগুন দিয়ে কোরআন পোড়ানো ও হামলার অভিযোগ তোলা হয়। বিএনপি নেতাকর্মীরা ইহুদীদের মত কাজ করছেন বলে এ প্রসঙ্গে মন্তব্য করেছেন পাবনা জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল।
অপরদিকে জামায়াতকর্মীরা নিজেরাই কোরআন পুড়িয়ে ধর্ম নিয়ে রাজনীতি করছেন বলে দাবি করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ ঘটনায় জামায়াতকর্মীদের মোনাফেক আখ্যা দিয়ে আটঘরিয়ার মসজিদে জামায়াতের ইমাম-মুয়াজ্জিনদের আজান বা ইমামতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার (১৭ মে) পাবনা জেনারেল হাসপাতালে সংঘর্ষে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন এ বিএনপি নেতা।
অন্যদিকে বিএনপির কার্যালয় ভাঙচুরের পর বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা জামায়াতের কার্যালয়ে আগুন দিলে অগ্নিদগ্ধ অফিস পরিদর্শন শেষে গত শুক্রবার (১৬ মে) সকালে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে বিএনপিকে নিয়ে ওই মন্তব্য করেন জেলা জামায়াত আমির।