
প্রতিবারই একেন বাবুতে নতুনত্ব খুঁজে পাই: অনির্বাণ চক্রবর্তী
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১৮:৩৫
মুক্তি পেয়েছে কলকাতার জনপ্রিয় গোয়েন্দা সিরিজের চরিত্র একেন বাবুর সিনেমা ‘দি একেন: বেনারসে বিভীষিকা’।
আর এর মাধ্যমে অনির্বাণ চক্রবর্তী দর্শকের সামনে ‘একেন বাবু’ হয়ে আসলেন ১১ বার। ২০১৮ থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচইয়ে’ চলছে ‘একেন বাবু’; কখনো সিরিজ আকারে, কখনোবা চলচ্চিত্রে।
তবে এই চরিত্রটার মধ্যে প্রতিবার তিনি ‘নতুনত্ব খুঁজে পান’ বলে জানিয়েছেন অনির্বাণ; যা তার কাছে বড় প্রাপ্তি বলেও ভাষ্য অনির্বাণের।