
হঠাৎ টর্নেডোর হানায় লণ্ডভণ্ড মিসৌরি, হতাহত ৪২
যুগান্তর
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১৮:৩০
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহর ও এর আশপাশে শুক্রবার প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে টর্নেডো আঘাত হানলে অন্তত ৭ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, সেন্ট লুইসে পাঁচজন এবং দক্ষিণ-পূর্ব মিসৌরির স্কট কাউন্টিতে দুজনের মৃত্যু হয়েছে।
এদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সেন্ট লুইস শহরের কর্মকর্তারা জানান, দুপুরের দিকে শুরু হওয়া প্রবল ঝড়ে শহরের ৫,০০০-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেন্ট লুইস চিলড্রেনস হসপিটাল এবং বার্নস-জিউইশ হসপিটালের এক মুখপাত্র জানান, দুই হাসপাতাল মিলিয়ে অন্তত ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন— যার মধ্যে শিশুদের হাসপাতালে ১৫ জন এবং বার্নস-জিউইশে ২০ থেকে ৩০ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- টর্নেডো