দুই বছর সাদা পোশাকে না খেলা ক্রিকেটারই হলেন টেস্ট অধিনায়ক

যুগান্তর প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১৮:১৮

গত মার্চে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বড় রদবদলের ইঙ্গিত পাওয়া যায়। টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের দুই অধিনায়কের একজন পদত্যাগ এবং অপরজনকে সরিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। পরে ওয়ানডে অধিনায়ক শাই হোপকেই দেওয়া হয় টি-টোয়েন্টির বাড়তি দায়িত্ব। এবার টেস্টের জন্যও নতুন অধিনায়ক বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।


২০২৩ সালের মার্চের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে মাঠে না নামা রস্টন চেজকে লাল বলের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তার ডেপুটি হিসেবে ঘোষণা করা হয়েছে স্পিনার জোমেল ওয়ারিকানের নাম। 


মূলত আগামী ২৫ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে ক্যারিবীয়রা। সে লক্ষ্যেই তারা নেতৃত্বে বদল এনেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও