
তিনদিন বিমানবন্দরে আটকে ছিলেন রিশাদ ও নাহিদ
যুগান্তর
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১৩:২৮
তিনদিন ধরে বিমানবন্দরে আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই সময়ে দু’জনের কেউই সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারেননি।
শুক্রবার রাতে তাদের দেশে ফেরার টিকিটও নিশ্চিত করা হয়। তবে ইউএই ক্রিকেট বোর্ড ও বাংলাদেশর উচ্চ পর্যায়ের চেষ্টায় অবশেষে শুক্রবার রাত ২টায় তারা বিমানবন্দর ত্যাগ করতে পারেন।
এই তিনদিন রিশাদ ও নাহিদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বিসিবির। তাদের সঙ্গে কি হয়েছে সেটাও জানতে পারছিল না বোর্ড।
পাকিস্তান থেকে ফেরার সময় তাদের ভিসায় বা প্রক্রিয়ায় কোনো সমস্যা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড এবং বিসিবি অনেকভাবেই চেষ্টা করেছে। এমনকি বাংলাদেশের উচ্চ পর্যায় থেকেও যোগাযোগ করা হয়েছে কিন্তু কোনোভাবেই ইমিগ্রেশন থেকে কিছু পরিস্কার বার্তা দেওয়া হচ্ছিল না।
- ট্যাগ:
- খেলা
- বিমানবন্দর
- আটকা পড়া
- রিশাদ হোসেন
- নাহিদ রানা