গেজেটের পক্ষে অবস্থান নিয়ে বিকালে বসছে কর ক্যাডার অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা

যুগান্তর প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১২:৫৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। যদিও একটি পক্ষ গেজেটের বিরুদ্ধে অবস্থান নিয়ে কলম বিরতিসহ বহিরাগতদের দিয়ে এনবিআর ভবনের সামনে বিভিন্ন কর্মসূচি করতে ইন্ধন দিচ্ছেন। এদিকে গেজেটের পক্ষে অবস্থান নিয়ে কর ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থাকে আজ বিকালে এনবিআর ভবনে বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। 


এ বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, ‌‘যারা গেজেট বাতিলের জন্য আন্দোলন করছেন, তারা কার্যত এনবিআর প্রশাসনসহ সরকারকে অস্থিতিশীল করতে চান। এরা প্রকারান্তরে পতিত আওয়ামী লীগ সরকারের চক্রান্ত বাস্তবায়নে লিপ্ত। তারা মূলত ‌‘স্যাবটাজ লীগ’র সদস্য।’ 


তারা জানান, ‘নবসৃষ্ট দুই বিভাগের মাধ্যমে কীভাবে কর ও কাস্টমস ক্যাডারের পেশাগত স্বার্থ, কাঙ্ক্ষিত ক্যারিয়ার প্লানিং, রাজস্ব আয় বাড়ানো এবং জনস্বার্থ সুরক্ষা করা যায়- সে বিষয়ে তারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবেন।’


উল্লেখ্য, গত ১২ মে রাতে এনবিআর বিলুপ্ত করে বহুল আলোচিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করেছে অন্তর্বর্তী সরকার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও