
মুরাদের ৫ উইকেট, নাঈমের ৪
সেঞ্চুরিয়ান নিক কেলি টিকে ছিলেন, তাই বড় লিডের আশা জিইয়ে ছিল নিউ জিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু দিনের শুরুর দিকেই তাকে বোল্ড করে দিলেন নাঈম হাসান। আরেক প্রান্তে জ্বলে উঠলেন হাসান মুরাদও। বাংলাদেশ ‘এ’ দলের অফ স্পিন ও বাঁহাতি স্পিনের যুগলবন্দিতে কিউইদের ইনিংস ভেঙে পড়ল দ্রুতই।
সিলেটে শনিবার ৩৩ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে নিউ জিল্যান্ড ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ২৫৭ রানে। প্রথম আনঅফিসিয়াল টেস্টের শেষ দিনের বাকি সময়টায় জয়ের জন্য বাংলাদেশ ‘এ’ দলের লক্ষ্য ২৪৬ রান।
আগের দিন তিন উইকেট শিকার করা মুরাদ এ দিন যোগ করেছেন আরও দুই উইকেট। ৬১ রানে ৫ উইকেট নিয়ে শেষ করলেন তরুণ এই বাঁহাতি স্পিনার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা ৩২টি প্রথম শ্রেণির ম্যাচে ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেলেন ১৩ বার।
আগের দিনের ১ উইকেটের সঙ্গে নাঈম যোগ করেন আরও ৩টি। ৭৩ রান দিয়ে তার উইকেট ৪টি।
ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের তিন পেসার মিলেই নিয়েছিলেন ১০ উইকেট। দ্বিতীয় ইনিংসে দুই স্পিনার মিলে শিকার ধরলেন ৯টি।