You have reached your daily news limit

Please log in to continue


বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা

সাধারণ সদস্যদের স্বার্থ সংরক্ষণে চরমভাবে ব্যর্থ হওয়া এবং অধিকাংশ পদের দায়িত্বপ্রাপ্তরা পদত্যাগ করায় বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭মে) আয়কর ক্যাডারের সাধারণ সদস্যদের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

তারা বলছেন, বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের দায়িত্ব বিসিএস (কর) ক্যাডারের সদস‍্যদের স্বার্থ সংরক্ষণ করা। কিন্তু সাম্প্রতিককালে অ্যাসোসিয়েশন সাধারণ সদস্যদের স্বার্থ সংরক্ষণে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে কর ক্যাডারের প্রায় সব সদস্য মনে করেন। এ কারণে অ্যাসোসিয়েশন তার সদস্যদের নিকট গ্রহণযোগ্যতা হারিয়েছে। ইতোমধ্যে অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য কমিটি থেকে পদত্যাগ করেছেন।

সাধারণ সদস্যরা মনে করে, তথাকথিত অনির্বাচিত অ্যাসোসিয়েশন তার কার্যক্ষমতা হারিয়েছে। সে কারণে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন সাধারণ সদস্যগণ অনির্বাচিত নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত বলে ঘোষণা করছে। বিলুপ্ত কমিটির কেউ যেন অ্যাসোসিয়েশনের নামে কোনো সভা আহবান না করে এবং মিডিয়া বা অন্য কোথাও অ্যাসোসিয়েশনের পক্ষে কোনো বক্তব্য না দেয়। অ্যাসোসিয়েশনের পদ ব্যবহার করে দেওয়া কারও বক্তব্য বিসিএস (কর) ক্যাডারদের পক্ষ হতে কোনো বক্তব্য নয়, বরং তা ব্যক্তিগত বক্তব্য হিসেবে বিবেচিত হবে এবং এর দায়ভার ওই ব্যক্তি সম্পূর্ণভাবে বহন করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন