
শামীম আমাকে স্পর্শ বা এমন কিছু করেননি, রাগের মাথায় বলেছি : প্রিয়াঙ্কা
অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে বেশ কয়েকদিন আগে কিছু বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এক বেসরকারি টেলিভিশনে গিয়ে সরাসরি শামীমের বিরুদ্ধে নানা বক্তব্য তুলে ধরেন।
সেদিন প্রিয়াঙ্কা প্রিয়া অভিনেতা শামীমের বিরুদ্ধে গালিগালাজ, মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন। যদিও এক সংবাদ সম্মেলন ডেকে এ সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন শামীম। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হলে তা নিয়ে এক সালিশের বৈঠক করে অভিনয়শিল্পী সংঘ। এরপর সংগঠনটির মধ্যস্থতায় বিষয়টি সমাধানে আসে।
বৃহস্পতিবার রাতে অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে অভিনেতা শামীমকে তার ভুলের জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং নারী সহকর্মীদের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। শুধু তাই নয়, সংগঠনের পক্ষ থেকে অভিনেতাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।