
ট্রাম্প ‘সংস্কৃতিবিবর্জিত প্রেসিডেন্ট’, কানে স্বর্ণপাম নিয়ে নিরো
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১৮:১৪
সিনেমা, রেড কাপের্ট এবং উৎসবের আলোর ছটা ছাপিয়ে এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসব সরব হয়েছে বিশ্ব রাজনীতিতে। আসরে সম্মানসূচক স্বর্ণপাম হাতে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সমালোচনায় একেবারে ধুয়ে দিয়েছেন অস্কারজয়ী বলিউডি অভিনেতা রবার্ট ডি নিরো।
পুরস্কার হাতে নিয়ে ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ৮১ বছর বয়সী অভিনেতা।
ট্রাম্পকে ‘সংস্কৃতিবিবর্জিত প্রেসিডেন্ট’ আখ্যা দিয়ে ডি নিরো বলেছেন, ‘তিনি শিল্পের শত্রু।’