
স্টার্কের পর আইপিএলকে ‘না’ করে দিলেন ডু প্লেসিও
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১৭:৩৫
আবারও বড় ধাক্কা খেলো দিল্লি ক্যাপিটালস। মিচেল স্টার্কের পর আইপিএল-২০২৫ আসরে আর খেলবেন না বলে জানিয়েছেন ফাফ ডু প্লেসিও।
দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটার আইপিএলের বাকি অংশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ডানহাতি এই ব্যাটারের পাশাপাশি আরেক প্রোটিয়া ডোনোভান ফেরেইরাও একই পথ বেছে নিয়েছেন।
এর আগে জ্যাক দিল্লির অস্ট্রেলিয়ান টপঅর্ডার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক আইপিএলের এ আসরের বাকি অংশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এসব বিদেশি ক্রিাকটারদের হারিয়ে চাপের মুখে পড়েছে দিল্লি।