
অবশেষে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আলিয়া
শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ‘কান চলচ্চিত্র উৎসব’। গত মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা যাবে বলিউডের বেশ কিছু তারকাকে।
এর মধ্যেই ফ্রান্সে তারকাদের সমাগম শুরু হয়েছে। উৎসবের লালগালিচায় বিশেষ নজর থাকে ফ্যাশনপ্রেমীদের। বলিউড থেকে কারা এবার কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটবেন, তা ইতোমধ্যে জানা গেছে। এর মধ্যে কানে পৌঁছেছেন অভিনেত্রী-মডেল উর্বশী রাউতেলা।
কান চলচ্চিত্র উৎসবে এবার নজর কাড়বেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট—এমন সংবাদই ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছিলেন অভিনেত্রী। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে উৎসবে যেতে অপারগতা প্রকাশ করেন। শেষ মুহূর্তে পরিকল্পনা বদল হয়।
কান উৎসবের প্রথম দিনেই তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির জেরে সেই পরিকল্পনা বাতিল করেন অভিনেত্রী। যদিও তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, ১০ দিন ধরে চলবে কান উৎসব। পরের দিকে তিনি আসবেন কিনা তা নিয়ে এখনো আলোচনা চলছে।
- ট্যাগ:
- বিনোদন
- কান চলচ্চিত্র উৎসব
- আলিয়া ভাট