ম্যানিপুলেটর কারা, কীভাবে এড়াবেন

ডেইলি স্টার প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১৬:২২

খেয়াল করে দেখুন, আপনার জীবনে কোনো না কোনো সময় এমন কেউ এসেছে যার কথায় আপনি সিদ্ধান্ত বদলেছেন, নিজের জীবন নিয়ে নেওয়া কোনো পরিকল্পনার বদল ঘটিয়েছেন। কিছুদিন পরে নিজেই হয়ত ভেবে ভেবে অস্থির হয়েছেন যে, কেন ওই ব্যক্তির কথায় সিদ্ধান্ত বদলালেন। কিন্তু যে সময় ওই ব্যক্তি আপনার জীবনে ছিলেন, তখন তিনি আপনার ওপর এমন প্রভাব বিস্তার করে রেখেছিলেন যে তার কথার বাইরে আপনি যেতেই পারেননি।


যে ধরনের ব্যক্তির কথা বলছি, তাদেরকে বলা হয় ম্যানিপুলেটর। যার আভিধানিক অর্থ, এমন একজন মানুষ যিনি তার নিজের সুবিধার জন্য অন্যদের জীবনের নিয়ন্ত্রণ নেন, প্রয়োজনে তার জন্য অন্যায় বা অসৎ পন্থাও অবলম্বন করেন।


যদি খুব সাধারণভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন ম্যানিপুলেটররা কারও জীবনেই ভালো কিছু বয়ে নিয়ে আসে না। যেহেতু তারা কেবল নিজের কথাই ভাবে, নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করে তাই তাদের কথাই প্রভাবিত হলে অপরপক্ষের কেবল ক্ষতিই হয়। তাই, যতটুকু সম্ভব ম্যানিপুলেটরদের এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।


এই ধরনের ব্যক্তিদের এড়িয়ে চলতে হলে প্রথমেই জানতে হবে ম্যানিপুলেশন কী, ম্যানিপুলেটর কারা। এরপর জানতে হবে, তাদের কীভাবে চেনা যাবে এবং কীভাবে তাদের এড়িয়ে চলতে হবে।


ম্যানিপুলেশন কী


যুক্তরাষ্ট্রভিত্তিক মানব স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডির এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানিপুলেশন হলো অন্যের ওপর চাপ প্রয়োগ করে নিজের স্বার্থ সিদ্ধি করা। কখনো কখনো নিজের ইচ্ছা পূরণে এজন্য নেওয়া হয় অন্যায় পন্থাও। ম্যানিপুলেটররা সাধারণত অন্যের আবেগ খুব সহজেই ধরতে পারেন। আর সেই দক্ষতা ব্যবহার করে তারা অপর ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করেন এবং তার সুযোগ নিয়ে নিজের সুবিধা আদায় করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও