টিকটকেই তৈরি করা যাবে অ্যানিমেটেড ভিডিও

প্রথম আলো প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১৪:২০

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় নিয়মিত টিকটক ব্যবহার করেন অনেকেই। বিভিন্ন বিষয়ের ভিডিওর পাশাপাশি অ্যানিমেটেড ভিডিও বেশ জনপ্রিয় টিকটকে। এবার ছবি দিয়ে স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ভিডিও তৈরি করে টিকটকে প্রকাশ করা যাবে। নতুন এ সুবিধা চালুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘এআই অ্যালাইভ’ সুবিধা যুক্ত করেছে টিকটক।


টিকটক জানিয়েছে, একটি ছবি হাজার শব্দের সমান। এই প্রচলিত ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এআই অ্যালাইভ সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্মাতারা গল্পনির্ভর ও দৃষ্টিনন্দন কনটেন্ট তৈরি করতে পারবেন। ব্যবহারকারীদের নির্দেশনা অনুযায়ী ছবিতে থাকা বিভিন্ন চরিত্রের অ্যানিমেটেড ভিডিও দ্রুত তৈরি করতে পারে এআই অ্যালাইভ। টিকটকের স্টোরি ক্যামেরা থেকে সুবিধাটি ব্যবহার করা যাবে।


এআই অ্যালাইভ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ইনবক্স পেজের ওপরের বাঁ পাশে থাকা প্রোফাইল ছবির নীল রঙের প্লাস চিহ্নে বা প্রোফাইলের মাঝখানে থাকা প্লাস আইকনে চাপ দিয়ে স্টোরি ক্যামেরা চালু করতে হবে। এরপর পর্দার ডান পাশে থাকা ‘অ্যালাইভ’ বোতামটি চালু করে একটি ছবি নির্বাচন করতে হবে। এরপর ছবি দিয়ে কোন ধরনের অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে হবে, তা লিখতে হবে। ছবি আগে নির্বাচন করেও সুবিধাটি ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে ডান পাশের টুলবার থেকে ‘এআই অ্যালাইভ’ আইকনে চাপ দিয়ে অ্যানিমেটেড ভিডিওর নির্দেশনা দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও