‘বিনাযুদ্ধে’ ৭০০ মেগাহার্টজ তরঙ্গ পেতে যাচ্ছে গ্রামীণফোন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১১:১৫

নানা আলোচনা হলেও আর কোনো অপারেটর নিলামে অংশ না নেওয়ায় ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ (স্পেক্ট্রাম) পেতে যাচ্ছে গ্রামীণফোন।


বুধবার দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির স্পেক্ট্রাম ম্যানেজমেন্ট কমিটির সভায় গ্রামীণফোনকে এই ব্যান্ডের ১০ মেগাহার্টজ তরঙ্গ ২৩৭০ কোটি টাকায় বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে।


এই বরাদ্দের মেয়াদ থাকবে ১৫ বছর, প্রতিবছর সমান কিস্তিতে এর মূল্য পরিশোধযোগ্য।


এ বিষয়ে বিটিআরসির জনসংযোগ বিভাগ থেকে কিছু জানানো হয়নি। তবে বিটিআরসির একজন কর্মকর্তা বলেছেন, বিষয়টি এখন কমিশন সভায় উঠবে, কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী একটি সংবাদমাধ্যমকে বলেছেন, বিটিআরসির স্পেক্ট্রাম নিলাম কমিটি ও স্পেক্ট্রাম ম্যানেজমেন্ট কমিটির সভায় গ্রামীণফোনকে ৭০০ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে।


আর গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেছেন, “প্রযোজ্য সকল শর্ত পূরণ সাপেক্ষে গ্রামীণফোন ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণে যোগ্য জানিয়ে বিটিআরসির একটি চিঠি আমরা হাতে পেয়েছি। এর মাধ্যমে নেটওয়ার্কের মান আরও উন্নত করতে এবং দেশব্যাপী গ্রাহকদের জন্য সেরা ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা আরও জোরদার হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও