
বাসে ঈদযাত্রা: বিক্রি শুরুর পরপরই ৪-৫ জুনের ‘টিকেট শেষ’
বাসে ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরুর কিছুক্ষণ বাদে ৪ ও ৫ জুনের টিকেট শেষ বলে দাবি করছে অপারেটরগুলো।
তাদের ভাষ্য, আগামী ৬ জুন কোরবানির ঈদ ধরে নিয়ে টিকেট বিক্রি হচ্ছে। সেই হিসাবে এবার ঈদের আগে সময় পাওয়া গেছে মাত্র দুদিন। ৪ জুনের দিনের কিছু টিকেট এখনো থাকলেও রাতের টিকেট আর নাই।
বরাবরের মতো এবারও ঈদের বাস ভাড়া বেড়েছে। নন-এসি বাসের ভাড়া ১৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বাড়লেও এসি বাসের ভাড়া কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল ৬টা থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। বেলা ৯টার দিকে হানিফ এন্টারপ্রাইজের গাবতলী বালুরমাঠ মূল কাউন্টারে গিয়ে তেমন লোকজন দেখা গেল না। ঈদের অগ্রিম টিকেট দেওয়ার বুথে চারজন বসে আছেন। দু-একজন যাত্রী আসছেন, কাউন্টার থেকে বলে দেওয়া হচ্ছে ৪ ও ৫ জুনের টিকেট শেষ।
হানিফ এন্টারপ্রাইজের কর্মকর্তা হাজী মাজহারুল হক বললেন, “ঈদের আগে টাইমই তো পাইতাছি দুইদিন। তাও মানুষ টিকিট চাইতেছে ৪ তারিখ (জুন) রাইত থিকা।
“সকাল সাড়ে ৬টায় বিক্রি শুরু করছি, এখন আর বেশি বাকি নাই। আমরা এতো টিকেট কইত্থিকা দিমু।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাসের অগ্রিম টিকিট
- ঈদযাত্রা