
গ্রামীণ জনপদে ভেজাল ওষুধের বিষাক্ত বিস্তার: আর কতকাল চলবে এই নীরব হত্যা?
চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা শিবগঞ্জের প্রত্যন্ত বাজার 'চামার হাট'। বসে আছি হাটের উত্তর-পূর্ব কোণে রাস্তার এক ওষুধের দোকানে। কয়েক গ্রাম দূর থেকে আট বছর বয়সী নাতিসহ এসেছেন বৃদ্ধ আজমত আলী। হাটে বিক্রি করেছেন কেজি পাঁচেক করলা, এক কাঁদি কাঁচা কলা ও একটি ছাগল। শরীর ঠিক মতো না চললেও চোখে মুখে তার ফুরফুরে ভাব। কারণ পাঞ্জাবির পকেটে এসেছে কিছু টাকা।
শরীর জুড়ে প্রচণ্ড ব্যথা আজমত আলীর। জ্বালাপোড়া করে দিন-রাত। দিন কয়েক ধরে পেটে কুন কুন করছে। রাতে ঘুম আসে না। স্ত্রীরও কাশি। সঙ্গে থাকা নাতিরও ঠান্ডা-জ্বর। ওষুধের দোকানে এমনই জানালেন তিনি। খুব তাড়া করে ওষুধ চাইলেন। নাতি আবার বায়না ধরেছে জিলেপি খাবে। দোকানি আজমত আলীর কথা শুনে ওষুধ দিলেন।
- ট্যাগ:
- মতামত
- ভেজাল ওষুধ