মা হওয়ার পর বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবার ফিরছেন বড় পর্দায়, আর ফিরছেন স্বমহিমায়। শুধু তা–ই নয়, ফেরার সঙ্গেই নাকি পারিশ্রমিকেও ঘটেছে বড়সড় পরিবর্তন। বলিউডে জোর গুঞ্জন, দক্ষিণি পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগার নতুন ছবি ‘স্পিরিট’–এর জন্য এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন দীপিকা। আর এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস।
এর আগে দীপিকাকে প্রভাসের সঙ্গে দেখা গেছে বহুল আলোচিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’–তে। অন্যদিকে রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’–এ ‘লেডি সিংহম’ হিসেবে দীপিকা ঝলক দেখিয়েছেন দর্শকদের। গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তান ‘দুয়া’র জন্ম দেন তিনি। মা হওয়ার পর কিছুদিন বিরতিতে ছিলেন। তবে এবার একের পর এক বড় প্রকল্পে ফিরছেন অভিনেত্রী। শাহরুখ খানের বিপরীতে ‘কিং’ ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন তিনি।