ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীরা। তারা দ্রুত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে দাবি আদায়ে নগর ভবনের প্রতিটি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাকের অনুসারীরা। এতে নগর ভবনে ঢুকতে পারছেন না সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। নগরের বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে যাওয়া লোকজনও ফিরে যাচ্ছেন।
এছাড়া নগর ভবনের ১২তলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ রয়েছে। তালা দেওয়ার সংবাদ পেয়ে অফিসে যাননি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরাও অফিসে ঢুকতে পারেননি। সবাই নগর ভবনের নিচে সিঁড়ি, গাছতলায় বসে আছেন।
গত ২৭ মার্চ বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখন পর্যন্ত ইশরাকের শপথগ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি।