আট বছর পর প্রকাশ পেল চিরকুট ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র'। দশটি গান দিয়ে সাজানো হয়েছে তাদের চতুর্থ এই অ্যালবামটি।
গানগুলো হল 'দামী', 'হিয়া', 'উত্তরে ভাল না', 'আগুন', 'ডাক', 'কেন তুমি এলে না', 'ভালোবাসি তোমায়', 'দিন যায়', 'অসুখ সেরে যায়', 'দরদী'।
মঙ্গলবার চিরকুটের ইউটিউব চ্যানেল, স্পটিফাই, এ্যাপল মিউজিক, ফেইসবুকসহ সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচার হয়েছে গানগুলো।
শারমিন সুলতানা সুমির কথা ও সুরে গানগুলো তৈরি করেছে চিরকুট।
অ্যালবাম নিয়ে বিজ্ঞপ্তিতে সুমি বলেন, "অ্যালবাম মানে একদম আমাদের ভাবনা এবং কাজের প্রতিফলনে থাকা। চিরকুট আমাদের ধ্যানের মত। আশা করছি আমাদের যারা ভালবাসেন, নতুন গানগুলো তাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে।
“চিরকুট নিয়ে গত ২৩ বছরে আমাদের একান্ত যাত্রায় নিজস্ব একটা ভ্রমণ তৈরি হয়েছে। এই পথ পরিক্রমায় এত মানুষের দোয়া, ভালবাসা পেয়েছি। সেই ভালবাসা গানে গানেই প্রতি নিয়ত প্রতিদান দেয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা।"