উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলা অফিস অ্যাপ্লিকেশন (যেমন: ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট) ও মাইক্রোসফট ৩৬৫ স্যুটের জন্য অতিরিক্ত তিন বছরের সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট। ফলে ২০২৫ সালের পরেও সফটওয়্যারগুলো ব্যবহারকারীরা নিরাপদে ব্যবহার করতে পারবেন।
এই ঘোষণা উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ২০২৫ সালের ১৪ অক্টোবরের পর এই অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা দেবে না বলে জানিয়েছিল মাইক্রোসফট।
নতুন ঘোষণা অনুযায়ী, মাইক্রোসফট ৩৬৫ অ্যাপস ব্যবহারকারীরা ২০২৮ সালের ১০ অক্টোবর পর্যন্ত নিয়মিত নিরাপত্তা আপডেট ও ত্রুটি সংশোধনের সমর্থন পাবেন।
এর আগে, মাইক্রোসফট জানিয়ে দিয়েছিল, উইন্ডোজ ১০-এর সমর্থন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অফিস অ্যাপসের সমর্থনও শেষ হয়ে যাবে। তবে সম্প্রতি তাদের সিদ্ধান্তে পরিবর্তন এসেছে।
এদিকে হালনাগাদ করা নতুন নথিতে মাইক্রোসফট জানায়, ‘আপনার প্রতিষ্ঠান যদি উইন্ডোজ ১০-ডিভাইসে মাইক্রোসফট ৩৬৫ অ্যাপস ব্যবহার করে, তাহলে ওই ডিভাইসগুলো যত দ্রুত সম্ভব উইন্ডোজ ১১-এ স্থানান্তর করা উচিত।’