‘মনে হচ্ছিল ধর্ষণের শিকার হব,আমাকে হত্যা করা হবে’

প্রথম আলো প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১১:১০

২০১৬ সালে প্যারিসের এক বিলাসবহুল হোটেলে ডাকাতির শিকার হন কিম কার্ডাশিয়ান। গতকাল মঙ্গলবার সেই মামলায় প্যারিসের একটি আদালতে সাক্ষ্য দিয়েছেন কিম। এদিন সেই রাতের স্মৃতিচারণা করতে গিয়ে আদালতে আবেগাপ্লুত হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের এই টিভি তারকা ও উদ্যোক্তা।


নয় বছর আগে ঘটে যাওয়া এই ডাকাতির ঘটনার মামলার শুনানিতে কিম মুখোমুখি হন অভিযুক্তদের। এ সময় কিম বলেন, তিনি নিশ্চিত ছিলেন ডাকাতেরা তাঁকে গুলি করে হত্যা করবে। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।


২০১৬ সালের ২ অক্টোবর প্যারিস ফ্যাশন উইকের সময় হোটেলে অবস্থান করছিলেন কিম। গভীর রাতে পুলিশের পোশাক পরা দুজন মুখোশধারী অস্ত্রধারী হঠাৎ তাঁর কক্ষে ঢুকে তাঁকে জিম্মি করে। এরপর কিমের মুঠোফোন কেড়ে নেওয়া হয়, বিছানার পাশ থেকে তুলে নেওয়া হয় ১ কোটি ডলার মূল্যের অলংকার। যেগুলোর মধ্যে ছিল বাগ্‌দানের হীরার আংটি। এরপর তাঁকে টেনে নিয়ে যাওয়া হয় অন্য কক্ষে।


কিম বলেন, ‘তখন আমার মনে হয়েছিল, দৌড়ে পালাব কি না; কিন্তু সেটা সম্ভব ছিল না। আমি বুঝতে পারি, ওরা যা বলছে তাই করাটাই সবচেয়ে নিরাপদ।’ তাঁকে বিছানায় ফেলে হাত বাঁধা হয় প্লাস্টিকের টাই দিয়ে। পরে পা বাঁধা হয়, কিমের পেছন থেকে বন্দুক ঠেকানো হয়। তিনি বলেন, ‘সেই মুহূর্তেই আমি বুঝতে পারি, এবার ওরা আমাকে গুলি করবে।’ ওই সময় তিনি মনে মনে প্রার্থনা করেন, যেন তাঁর বোন কোর্টনি তাঁকে মৃত অবস্থায় না দেখতে পান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও