স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) বুধবার নিশ্চিত করেছে যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) প্রোগ্রামের আওতায় দ্বিতীয় কিস্তি হিসেবে ১০০ কোটি মার্কিন ডলার পেয়েছে পাকিস্তান। এসবিপি জানিয়েছে, এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ১৬ মে অন্তর্ভুক্ত হবে। খবর সামা টিভির।
এ অর্থ ছাড়ের আগে গত ৯ মে ওয়াশিংটনে আইএমএফ নির্বাহী বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পাকিস্তানের ৭০০ কোটি ডলারের ঋণ অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়।
প্রসঙ্গত, আইএমএফ একটি নতুন ২৮ মাসব্যাপী রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) কর্মসূচিও অনুমোদন করেছে। যার মাধ্যমে পাকিস্তান অতিরিক্ত ১.৩ বিলিয়ন ডলারের ঋণ পাবে। এ উদ্যোগের লক্ষ্য হলো পাকিস্তানের জলবায়ু সহনশীলতা গড়ে তোলা।