বয়স যে শুধুই সংখ্যা, তার যেন এখনও প্রমাণ দিয়ে যাচ্ছেন মডেল অভিনেত্রী সালমা হায়েক। নব্বইয়ের দশক থেকে হলিউড মাতিয়ে চলেছেন মেক্সিকান-আমেরিকান এই তারকা। বলা বাহুল্য, তার গ্ল্যামার ও অভিনয় কাঁপিয়েছে সারা বিশ্বকে।
এ তো গেল পর্দার গল্প। সামাজিক মাধ্যমের যুগে এখনও ঝড় তোলেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাকে দেখে সর্বদা প্রশংসায় মেতে ওঠেন তার ভক্তরা। সব পোশাকেই ফিট, গড়ন ও আবেদনময়ী লুক নিয়েই যেন প্রশংসা।
বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই এই সালমা হায়েকের। এখনও বিকিনি পরে সাগরপাড় থেকে ছবি তুলে তাক লাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। সদ্যই একটি ম্যাগাজিনে সাঁতার পোশাকে দেখা যায় তাকে; আর তা সাড়াও ফেলেছে ব্যাপক। ষাটের এই নারীর ওপর যে এখনও কুপোকাত তার অর্ধেকর কম বয়সী যুবকেরা, সেটিও বলার বাকি রাখে না।