You have reached your daily news limit

Please log in to continue


আগামী দেড় বছরে কী কী আনতে পারে অ্যাপল?

‘গ্লাস বা কাঁচের’ আইফোন তৈরিতে কাজ করছে অ্যাপল– এমনই দাবি উঠেছে নতুন এক প্রতিবেদনে।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, এ নতুন ধরনের আইফোন ছাড়াও আগামী কয়েক বছরে আরও কিছু নতুন পণ্য বাজারে আনতে যাচ্ছে কুপার্টিনোভিত্তক কোম্পানিটি, যার মধ্যে রয়েছে স্মার্ট চশমা ও ঘরের জন্য কাজ করবে এমন এক রোবট।

এ খবরটি এমন এক সময়ে এল যখন জোর গুঞ্জন চলছে, ২০২৭ সালে একেবারে নতুন ডিজাইনের আইফোন আনছে অ্যাপল।

এর আগে ইনফরমেশন এক প্রতিবেদনে লিখেছিল, ২০২৭ সালে প্রথমবারের মতো এমন এক আইফোন আনতে পারে অ্যাপল, যার স্ক্রিন থাকবে ডিভাইসের একেবারে কিনারা পর্যন্ত।

অনেক দিন ধরেই গুঞ্জন রয়েছে, অ্যাপল তাদের আইফোন থেকে নচ ও কাট-আউট সরিয়ে দিতে চায়, যেগুলো এখনও পর্যন্ত পুরো স্ক্রিন ডিজাইন বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে এটি করা কঠিন, কারণ এতে সামনের ক্যামেরায় জটিলতা তৈরি হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

আগের কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এ সমস্যা সমাধানে ক্যামেরা ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান ডিভাইসের স্ক্রিনের নিচে বসানোর পরিকল্পনা করছে অ্যাপল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন