
প্রযুক্তিহীন একটা দিন কেমন হতো!
ঘুম ভাঙার শব্দটা কী হতো, যদি আমাদের আশপাশে মোবাইল ফোন না থাকত? কেমন হতো সকালটা, যদি আলার্মের আওয়াজের বদলে ঘুম ভাঙতো মুরগির ডাক কিংবা জানালার পাশে বসা দোয়েলের কিচিরমিচিরে? আমরা আজ এতটাই প্রযুক্তিনির্ভর যে আমাদের দিন শুরু হয় স্ক্রিনে চোখ দিয়ে, আর শেষও হয় চোখে-মাথায় ক্লান্তি নিয়ে স্ক্রিনেই তাকিয়ে থেকে।
কল্পনা করুন, যদি একদিনের জন্য পৃথিবী থেকে সব প্রযুক্তি গায়েব হয়ে যেত। মোবাইল ফোন, ইন্টারনেট, ল্যাপটপ, টেলিভিশন, ফ্যান, রেফ্রিজারেটর, এমনকি বিদ্যুৎও না থাকত! কেমন হতো আমাদের জীবনটা? অনেকেই হয়তো ভাববেন অস্থিরতা, বিশৃঙ্খলা, অচলাবস্থা। কিন্তু একটু গভীরভাবে ভাবলে, আমরা হয়তো দেখতে পেতাম এক ধরনের শান্তি, যা এই প্রযুক্তির ঝলকানির ভিড়ে আমরা ভুলে গেছি।
সকালের শুরুটা হতো অস্বস্তিকর, কিন্তু নিঃসন্দেহে নীরব। শহরের যানজটের শব্দ বা ফোনের ভাইব্রেশন নয়, বরং পাখির ডাক, গাছের পাতায় হাওয়ার শব্দে ঘুম ভাঙত। অফিসের জন্য তাড়াহুড়া করলেও সময় মাপার মতো হাতঘড়ি যদি না থাকে, তবে হয়তো আমাদের ভেতরে সময়ের একটি স্বাভাবিক অনুভব তৈরি হতো। খবরের কাগজ না পেলে পরিবারে গল্প চলতো আগের রাতের ঘটনার, কিংবা সকালে ঘটে যাওয়া ছোট ছোট বিষয় নিয়ে।
বন্ধুকে কিছু বলতে হলে হোয়াটসঅ্যাপের পরিবর্তে সাইকেল চেপে কিংবা হেঁটে যেতে হতো তার বাসায়। তাতে সময় লাগতো, কষ্টও হতো, কিন্তু সম্পর্কগুলো হতো আরও গভীর, আরও আন্তরিক। হয়তো তখন আর ‘সিন’ দেখে প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করতে হতো না। চোখে চোখ রেখে বলা কথাই যথেষ্ট ছিল অনুভবের জন্য।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রযুক্তি পণ্য