জাহিদ-অপি-জয়া-চঞ্চলদের ‘উৎসব’ পরিবার ছাড়া দেখা নিষেধ

প্রথম আলো প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১৩:৫৫

নিমন্ত্রণপত্রে শুধু সিনেমার নির্মাতা তানিম নূরের নাম; কিন্তু সিনেমার নাম কী, তা ছিল গোপন! তারপর ১৩ মে সন্ধ্যা। তখনো কেউ জানত না, কী নাম হতে যাচ্ছে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমার। হঠাৎ একে একে ঢুকলেন তারকারা—সবাই মুখোশ পরে! একটু পরে, মঞ্চে ডাক, মুখোশ খোলেন তাঁরা—আর দর্শকের চোখে বিস্ময়, সংবাদ সম্মেলন রীতিমতো পরিণত হলো তারকাদের মিলনমেলায়। একসঙ্গে এত তারকা! মঞ্চে দাঁড়িয়ে তানিম নূর ঘোষণা করলেন তাঁর সিনেমার নাম—‘উৎসব’।


স্লোগানটা অভিনব, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ’। স্লোগান কেন ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’? খুব সরল উত্তর, এ সিনেমা পরিবারের সঙ্গে দেখার জন্যই। নির্মাতা তানিম নূরের ভাষ্যে, ‘ঈদের সময় আমাদের দরকার এমন কিছু, যা সবাই মিলে দেখতে পারি, উপভোগ করতে পারি—তেমন সিনেমা এখন কম। এ ঘাটতি পূরণ করতেই করেছি “উৎসব”। পরিবার ছাড়া দেখার কথা বলা মানে আসলে সবার সঙ্গে মিলে দেখুন, উৎসব করুন!’


সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। সংবাদ সম্মেলনে সিনেমার নাম ঘোষণা এবং শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ তালিকায় আছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।


এক সিনেমায় এত তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। এক সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এত অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনেমাটি উৎসবের আমেজে দেশ ও দেশের বাইরে মুক্তি পাবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও