
দুদকের মামলায় জুবাইদার জামিন; জরিমানা স্থগিত
ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার অভিযোগে দুদকের করা মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে জামিন দিয়েছে হাই কোর্ট।
বুধবার এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাই কোর্ট বেঞ্চ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
মঙ্গলবার ৫৮৭ দিনের বিলম্ব মার্জনার দরখাস্ত হাই কোর্ট মঞ্জুরের পর তিন বছরের সাজা বাতিল চেয়ে আপিল করে জুবাইদা রহমান।
বুধবার আদেশের পর জুবাইদা রহমানের কৌঁসুলি ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছে হাই কোর্ট। একইসঙ্গে মামলার নথি তলব করে ৩৫ লাখ টাকা অর্থদণ্ডও স্থগিত করা হয়েছে।”
আরেক কৌঁসুলি অ্যাডভোকেট এসএম শাহজাহান বলেন, “আমরা মনে করি এই মামলাটি ছিল দুরভিসন্ধিমূলক। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সাজা দিতে মামলাটি করা হয়েছিল। আশা করি পূর্ণাঙ্গ আপিল শুনানিতে তারেক রহমান ও জুবাইদা রহমানকে খালাস করাতে আমরা সক্ষম হব।”
২০০৮ সালে কারামুক্তির পর তারেক রহমান উন্নত চিকিৎসার লন্ডনে যান। স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমানও তার সঙ্গে গিয়েছিলেন। এরপর আওয়ামী লীগের সময়ে তাদের আর দেশে ফেরা হয়নি।