
ডাকসু: ইতিহাসের বাঁকে বাঁকে
পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ডাকসু নির্বাচন ঘিরে যে আশা জাগানিয়া পরিস্থিতি তৈরি হয়েছে, সেদিকেই এখন সবার নজর।
স্বাধীন বাংলাদেশে অনিয়মিত হয়ে পড়া এ ছাত্র সংসদের সবশেষ ভোট হয় ২০১৯ সাল। তবে সেই সংসদের কার্যকারিতা নিয়ে রয়ে গেছে প্রশ্ন, ক্যাম্পাসে ফেরেনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ।
গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় রাজনীতিতে ছাত্র রাজনীতির প্রতিফলন অনেক বছরের ধারাবাহিকতা। স্বাধীন বাংলাদেশে যে কয়েকটা ডাকসু নির্বাচন হয়েছে, বিশেষ করে আশির দশক পর্যন্ত। নব্বইয়ের পরে তো সেই ধারাবাহিকতা বজায় থাকেনি।
“সবশেষ যে নির্বাচনটা হয়েছে, তাতেও খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু ঘটেনি। এবারের নির্বাচনে কী হবে, তা দেখার বিষয়।”
বায়ান্নর ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সে কারণেই ডাকসুকে কেউ কেউ দেখেন ‘দ্বিতীয় সংসদ’ হিসেবে।
১৯৭১ সালের দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করা হয়। সেখানে সামনে থেকে নেতৃত্ব দেন ডাকসু নেতারা।
- ট্যাগ:
- রাজনীতি
- ডাকসু নির্বাচন