শনিবার ভোরে পাকিস্তানে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। সেদিন রাওয়ালপিন্ডিসহ তিনটি বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানো হয়। এর মধ্যে একটি ঘাঁটি ছিল রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। ওই হামলার পরই 'অপারেশন বুনিয়ান-উম-মারসুস' শুরু করে পাকিস্তান। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ওপারে ভারতের ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। সর্বাত্মক যুদ্ধ বাঁধার আশঙ্কা তৈরি হয় পারমাণবিক অস্ত্রধারী দেশ দুটির মধ্যে। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন যে বিবদমান দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
সামাজিক মাধ্যমে ট্রাম্পের পোস্টের প্রায় ঘণ্টাখানেক পর উভয় দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা জানান পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, পাকিস্তানের উদ্যোগে দুই দেশের মধ্যে মহাপরিচালক পর্যায়ে ফোনালাপের পর যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। সংক্ষিপ্ত এই ঘোষণায় যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের মধ্যস্থতার কথা এড়িয়ে যান তিনি।
ট্রাম্প তার 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে। এজন্য তিনি ভারত ও পাকিস্তানকে অভিনন্দন জানান। পরদিন দেশ দুটির প্রধানমন্ত্রীর প্রশংসা করে ট্রাম্প বলেন, এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে যুক্তরাষ্ট্র সাহায্য করতে পারায় তিনি গর্বিত। কাশ্মীর সমস্যার সমাধান খুঁজতে দুই প্রতিবেশীর সঙ্গে কাজ করার প্রস্তাবও দেন তিনি।