নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ মিলল ময়লার স্তূপে, জখমের চিহ্ন

বিডি নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১৬:৫১

রাজধানীর তেজকুনিপাড়া এলাকায় নিখোঁজের একদিন বাদে পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ মিলেছে ময়লার স্তূপে।


মঙ্গলবার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।


রোজা মনি নামের শিশুটি সোমবার বিকাল থেকে নিখোঁজ ছিল। স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খুঁজে তার হদিস না পেয়ে মাইকিংও করে।


মঙ্গলবার বেলা ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার একটি স্তূপে একটি বেওয়ারিস বস্তা দেখেন স্থানীয়রা। তারা বস্তা খুলে রোজা মনির লাশ দেখতে পায়। শিশুটির দেহে পোড়ার ক্ষত বা ফোসকার মতো জখম রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


তেজগাঁও থানার এস আই আবদুল কাদের বলেন, “শিশুটির শরীরে ফোসকার মতো ক্ষত রয়েছে। ধারণা করা যায়, তার শরীরে গরম পানি বা এ ধরনের কোনো কিছু ঢেলে দেওয়া হয়েছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও