
ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি
আরটিভি
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১১:৩১
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কার্লো আনচেলত্তি। এর মাধ্যমে নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি কোচকে নিয়োগ দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
সোমবার (১২ মে) প্রথম বিদেশি হিসেবে লাতিন আমেরিকার কোচ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। নতুন ভূমিকায় ৬৫ বছর বয়সি আনচেলত্তির আনুষ্ঠানিক পথচলা শুরু হবে আগামী ২৬ মে।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান এদনালদো রদ্রিগেস বলেন, কার্লো আনচেলত্তিকে ব্রাজিল দলের কোচ হিসাবে নিয়োগ দেওয়া কৌশলগত সিদ্ধান্তেরও বেশি কিছু। এই সিদ্ধান্ত আমাদের দৃঢ় সংকল্পের ঘোষণা। আমরা বিশ্ব র্যাংকিংয়ে আবারও শীর্ষস্থান ফিরে পেতে চাই।