নক্ষত্রকে গিলে ফেলা কৃষ্ণগহ্বরের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা

প্রথম আলো প্রকাশিত: ১২ মে ২০২৫, ১১:৫৮

হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে পৃথিবী থেকে প্রায় ৬০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত একটি ক্ষুধার্ত কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। কৃষ্ণগহ্বরটি একটি নক্ষত্রকে রীতিমতো গিলে ফেলেছে। গিলে ফেলার পর নক্ষত্রের অবশিষ্টাংশ কৃষ্ণগহ্বরের চারপাশে একটি চাকতি তৈরি করেছে। এ ঘটনাকে বিজ্ঞানীরা টাইডাল ডিসরাপশন ইভেন্ট (টিডিই) বা জোয়ার-ভাটা ব্যাঘাতের ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।


নাসার মতে, ১০ লাখ সৌরভরের কৃষ্ণগহ্বরটি তার হোস্ট গ্যালাক্সির কেন্দ্রে অবস্থান করছে না। যদিও সুপারম্যাসিভ কৃষ্ণগহ্বর সাধারণত আশপাশের উপাদান গ্রাস করতে দেখা যায়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলের বিজ্ঞানী ইউহান ইয়াও বলেন, এ ঘটনাকে এটি২০২৪টিভিডি নামকরণ করা হয়েছে। অপটিক্যাল আকাশ জরিপের মাধ্যমে ধারণ করা প্রথম অফসেট টিডিই ঘটনা এটি। এর মাধ্যমে অধরা কৃষ্ণগহ্বরের তথ্য উন্মোচনের নতুন সুযোগ তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও