ঘটনাবহুল সপ্তাহ পার করেছে পাকিস্তানের শেয়ারবাজার। গত সপ্তাহে পাকিস্তান-ভারত যুদ্ধের উত্তেজনায় দেশটির প্রধান শেয়ার সূচক কেএসই-১০০ ইনডেক্সের পতন হয়েছে ৬ হাজার ৯৩৯ পয়েন্ট বা ৬ দশমিক ১ শতাংশ। সূচকটি নেমে এসেছে ১ লাখ ৭ হাজার পয়েন্টে।
শুক্রবার পাকিস্তানের শেয়ারবাজার কিছুটা ঘুরে দাঁড়ালেও সামগ্রিকভাবে গত সপ্তাহে মন্দাভাব ছিল দেশটির শেয়ারবাজারে। এর মধ্যে অর্থনীতিতে গতি আনতে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান নীতি সুদহার ১০০ ভিত্তি পয়েন্ট কমিয়ে ১১ শতাংশে নামিয়ে এনেছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের
সপ্তাহের প্রথম দিন অর্থাৎ গত সোমবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জের সূচক কিছুটা পড়ে যায়। ভারত যেকোনো সময় আক্রমণ করবে—এমন আশঙ্কার সঙ্গে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত অবস্থান নিয়েও ছিল অনিশ্চয়তা। সোমবার দিনের শুরুতে সূচক ১ হাজার ৩৬ পয়েন্ট পর্যন্ত কমে গেলেও শেষমেশ পতন হয় ১১ দশমিক ৭০ পয়েন্ট।