বৃষ্টির পানি আর সেদ্ধ মাছ খেয়ে ৫৫ দিন সমুদ্রে ভেসে ছিলেন ৫ জেলে

www.ajkerpatrika.com ইকুয়েডর প্রকাশিত: ১১ মে ২০২৫, ২০:৪৫

সমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।


রোববার সিএনএন জানিয়েছে, জেলেদের মধ্যে তিনজন পেরু ও দুজন কলম্বিয়ার নাগরিক। তাঁরা মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে গত ৭ মে ‘আলদো’ নামে একটি ইকুয়েডরিয়ান নৌকা তাদের খুঁজে পায়।


ইকুয়েডর নৌবাহিনী জানিয়েছে, পেরুর রাজধানী লিমার দক্ষিণে পুকুসানা উপসাগর থেকে যাত্রা শুরুর দুই দিনের মাথায় জেলেদের নৌকার অল্টারনেটর বিকল হয়ে পড়েছিল। এর ফলে নৌকার যোগাযোগ ও নেভিগেশন যন্ত্র সব অচল হয়ে যায় এবং নৌকার বিদ্যুৎও বন্ধ হয়ে যায়।


নৌবাহিনীর ফ্রিগেট ক্যাপ্টেন মারিয়া ফারেস অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘তাঁদের নৌকায় স্টার্টার, লাইটসহ ব্যাটারি সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। তাঁরা ইঞ্জিন থেকে মরিচাযুক্ত পানি সংগ্রহ করে পান করতেন এবং যখনই কোনো মাছ চোখে পড়ত, সেটি ধরে আধসেদ্ধ করে খেতেন।’


এ ছাড়া বৃষ্টির পানি ও সামান্য পরিমাণে সাগরের পানিও তাদের বেঁচে থাকার অবলম্বন ছিল।


জেলেরা এখন স্থিতিশীল শারীরিক অবস্থায় আছেন। তাঁদের নিজ নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার জন্য স্থানীয় ও বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে ইকুয়েডর নৌবাহিনী।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও