
৪৩ বছর আগে নিখোঁজ সেনার মরদেহ সিরিয়ায় খুঁজে পেল ইসরায়েল
৪৩ বছর আগে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি সেনার মরদেহ সিরিয়া থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে একটি যৌথ অভিযানে এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১১ মে) ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘সার্জেন্ট জভিকা ফেল্ডম্যানের মৃতদেহ সিরিয়ার কেন্দ্রস্থল থেকে উদ্ধার করে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে।’
এ বিষয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ১৯৮২ সালে লেবাননের বেকা উপত্যকার সুলতান ইয়াকুবে ইসরায়েল ও সিরিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষের সময় ফেল্ডম্যানসহ তিন ইসরায়েলি সেনা নিখোঁজ হন। সীমান্তের কাছে সংঘটিত ওই যুদ্ধে নিখোঁজ অন্য দুই সেনা হলেন জাকারিয়া বাউমেল ও ইহুদা কাটজ।
তবে ফেল্ডম্যানের মরদেহ কীভাবে সিরিয়ার কেন্দ্রস্থল থেকে উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেনি সেনাবাহিনী। তারা বলেছে, ‘এই উদ্ধার কার্যক্রম ছিল অত্যন্ত জটিল ও গোপনীয়। নিখুঁত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে এটি পরিচালিত হয়েছে।’