যুদ্ধ শেষ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চায় হামাস

ডেইলি স্টার গাজা প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৩

হামাস জানিয়েছে, তারা নিশ্চয়তা চায় ইসরায়েল গাজার ওপর যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করবে এবং সেখান থেকে সেনা প্রত্যাহার করবে।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মিসরের শারম আল-শেখ শহরে দ্বিতীয় দিনের আলোচনার শেষে এই তথ্য জানা যায়।


এদিকে গাজা যুদ্ধের দুই বছর উপলক্ষে হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, গাজার চুক্তির জন্য এখন বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।


মঙ্গলবারের আলোচনার পর তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।


হামাসের দাবি 'নিশ্চয়তা'


কাতার ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা বুধবারের আলোচনায় যোগ দিতে মিসরে যাচ্ছেন।


মঙ্গলবার, হামাসসহ কয়েকটি ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ বিবৃতিতে বলা হয়, 'সব উপায়ে প্রতিরোধ চলবে এবং কেউ ফিলিস্তিনি জনগণের অস্ত্র ত্যাগের অধিকার রাখে না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও