You have reached your daily news limit

Please log in to continue


লিটনও সাকিবের পথে হাঁটছে, বলছেন সালাহ উদ্দীন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তবে সাম্প্রতিক ব্যাট হাতে ছন্দে নেই এ উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটে রান না থাকলেও তাঁর কাঁধেই নেতৃত্বের আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও লিটনের নেতৃত্বগুণ ও কৌশলী মস্তিষ্কের মুগ্ধ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিনও। তাঁর আশা, দ্রুত রানেও ফিরবেন লিটন।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রধান কোচের ভূমিকায় কাজ করার সময় থেকেই লিটন–সালাহ উদ্দীন জুটির পারস্পরিক বোঝাপড়াটা বেশ দারুণ। তবে জাতীয় দলের কোচ হয়েও সালাহ উদ্দিন মনে করেন, এই দায়িত্ব ব্যক্তিগত নয়—এটা জাতীয় স্বার্থের। আজ মিরপুরে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের অনুশীলনের ফাঁকে সালাহ উদ্দীন সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা সালাহ উদ্দীন-লিটনের দল না। এটা বাংলাদেশ জাতীয় দল। জাতীয় দলের অধিনায়ক মানে পুরো দেশের প্রতিনিধি। অনেক সময় দেখা যায়, কেউ অধিনায়ক হলে তাকে ব্যক্তিগতভাবে অপছন্দ করা হয়। কিন্তু সত্যি কথা হলো, বাংলাদেশের অধিনায়ক হওয়া খুব কঠিন। আর তাকে সমর্থন দেওয়া সবার দায়িত্ব।’

লিটনের অধিনায়কত্ব নিয়ে তার ব্যাখ্যা, ‘লিটনের যেসব গুণ থাকা দরকার দলকে—অনুপ্রাণিত করা, কৌশলী হওয়া, নেতৃত্ব দেওয়া, সবই তার আছে। সে প্রতিনিয়ত চেষ্টা করছে। কোচ ও অধিনায়ক দল চালাবে, বাইরে থেকে কেউ নয়। তাকে স্বাধীনতা দিলে সে ভালো করবে। নেতৃত্ব সহজাত ব্যাপার। কাউকে তৈরি করে নেতা বানানো যায় না। জাতীয় দলের অধিনায়ক হওয়া কোনো সাধারণ দায়িত্ব নয়, এটা সবাইকে বুঝতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন