
মনে হচ্ছে মা হওয়ার বিষয়টা খুব সিরিয়াসলি নিচ্ছেন...
গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো মা হন দীপিকা পাড়ুকোন। এরপর গত সাত মাসে খুব বেশি প্রকাশ্যে তাঁকে দেখা যায়নি; সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেননি। মেয়ে দুয়াকে নিয়ে ব্যস্ত ছিলেন। সম্প্রতি ফরাসি সাময়িকী মেরি ক্লেরকে দেওয়া সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে প্রথমবারের মতো সবিস্তার কথা বলেছেন এই বলিউড তারকা।
সন্ধ্যা ছয়টা। বিছানায় দীপিকা পাড়ুকোন। হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছেন। সদ্য ঘুম থেকে ওঠা মানুষ যেমন খানিকটা বুঁদ হয়ে থাকেন, তেমন এক স্থির মুহূর্ত। সাত মাস আগে মা হয়েছেন। সন্তানের ঘুমের ফাঁকে নিজের জন্য একটু বিশ্রাম নিতে পারলেই যেন স্বস্তি।
দুই দশক আগে কন্নড় চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু, তারপর ওম শান্তি ওম-এর মাধ্যমে বলিউড জয়। দীপিকা পাড়ুকোন মানেই চিত্রনাট্যের নিখুঁত নায়িকা, ঝলমলে এক তারকা। ৪০টির বেশি সিনেমার অভিজ্ঞতা, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন।
রণবীর সিংয়ের সঙ্গে বলিউডের প্রভাবশালী তারকা দম্পতির একজন। ফ্যাশনের মঞ্চে সাব্যসাচীর শো ওপেনার, আবার লুই ভুইতোঁ আর কার্তিয়েরের মতো ব্র্যান্ডের মুখ। ৮ কোটির বেশি অনুসারী এক সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী মুখ। শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের সঙ্গে মিলে যিনি ভারতের বহু কোটি টাকার ফিল্ম ইন্ডাস্ট্রির ভিত্তি গড়ে তুলেছেন। কান, অস্কার বা মেট গালার লালগালিচা—সবখানেই দীপিকার পদচারণ।
তবু সাক্ষাৎকারের সময় আটপৌরে পোশাকে হাজির হলেন সেই দীপিকা। পরনে সাদা ওভারসাইজ টি-শার্ট, কালো পায়জামা। মুখে কোনো প্রসাধনী নেই। নির্ভার, স্বচ্ছন্দ, সদ্য মাতৃত্বের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছেন—মা দীপিকা।
প্রশ্ন করা হলে বলেন, ‘আমি হারিয়ে গেছি—এ কথা বলব না। আবার নিজেকে পুরোপুরি খুঁজে পেয়েছি বলেও মনে হয় না। আমি যেন নতুন এই অবস্থার মধ্য দিয়ে পথ খুঁজে নিচ্ছি।’
- ট্যাগ:
- বিনোদন
- মা হওয়া
- দীপিকা পাড়ুকোন