স্কুলের সামনে ময়লার ভাগাড়, ফুটপাত দখল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ মে ২০২৫, ১৫:৩৯

রাজধানীর মিরপুর-১০ নম্বর সেকশনের সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধে পড়াশোনা করতে এবং বিদ্যালয়ের মাঠে খেলতে অসুবিধা হচ্ছে শিক্ষার্থীদের।


এছাড়া ময়লা-আবর্জনার পাশেই বিদ্যালয়ের সামনের ফুটপাত ও সড়ক দখল করে বসানো হয়েছে দোকানপাট। এতে সরু সড়কে ঝুঁকি নিয়ে চলতে হয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। এসব বিষয়ে বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও সমাধান মেলেনি বলে জানিয়েছেন বিদ্যালয়টির শিক্ষকরা। অথচ বিদ্যালয়ের পাশের সড়কেই অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৪ এর কার্যালয়।


সরেজমিনে দেখা গেছে, মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে ১৩, ১৪ নম্বর সেকশন ও কচুক্ষেতের দিকে কিছুটা এগিয়ে যেতেই হাতের বাঁ দিকে একটি সড়ক চলে গেছে। সড়কের গাঁ ঘেষেই রয়েছে সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে দুই শিফটে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।


সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রথম ধাপে চলে সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। বিকেল ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলে শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৭১-এর পাঠদান কার্যক্রম।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও