আবারো কেন লাখের বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ, সরেজমিন যা দেখা গেল

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ০৯ মে ২০২৫, ১৭:৪৬

মিয়ানমারের রাখাইন অঞ্চল থেকে গত একবছরে নতুন করে আরো অন্তত এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। এখনও প্রতিদিন গড়ে ২০-৩০ জন রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।


কক্সবাজারে স্থানীয় বাংলাদেশিরা বলছেন নতুন রোহিঙ্গাদের সংখ্যা আরো অনেক বেশি এবং বিষয়টি স্থানীয় বাংলাদেশি নাগরিকদের জন্য গভীর উদ্বেগের। নতুন এই রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধন, থাকা খাওয়ার ব্যবস্থাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়েও দুশ্চিন্তা রয়েছে।


কক্সবাজারে উখিয়ায় টেকনাফ ঘুরে বিবিসি বাংলার সংবাদদাতা খতিয়ে দেখেছেন কী কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে এবং মিয়ানমারের রাখাইনের পরিস্থিতি সম্পর্কে কী তথ্য দিচ্ছেন নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীরা।


রাখাইনে কী পরিস্থিতি?


মে মাসের শুরুতে স্বামী, দুই সন্তান ও বাবাকে নিয়ে বাংলাদেশে ঢুকেছে হামিদা বেগম। রাখাইনে পরিস্থিতি তাদের জন্য এতটাই খারাপ যে তার মাকে একা রাখাইনে ফেলে আসতে বাধ্য হয়েছেন তিনি। রোহিঙ্গা ক্যাম্পে আাশ্রয় নিলেও হামিদার পরিবার নতুন আসা রোহিঙ্গাদের সরকারি- বেসরকারি হিসেবের বাইরে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও