
কোরবানি ঈদে শাকিব-শুভসহ আসবে যাদের সিনেমা
আসছে ঈদে মুক্তির মিছিলে ৭টি বাংলাদেশি সিনেমা।
তাণ্ডব
আসন্ন ঈদে দর্শক আগ্রহের তুঙ্গে থাকা সিনেমাটি হচ্ছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। ‘তুফান’-এর পর আবারও শাকিবকে নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক রায়হান রাফী।
পিনিক
শবনম বুবলীকে প্রথমবারের মতো খলনায়িকার ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। এবারের কুরবানীর ঈদে চূড়ান্ত মুক্তির কথা চলছে জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমাটির।
ইনসাফ
ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিণের নতুন সিনেমার নাম ‘ইনসাফ’। ওয়েব চলচ্চিত্রের বাইরে বাংলাদেশে এটি ফারিণের দ্বিতীয় ছবি।
টগর
অপ্রকাশিত চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’-এর পর দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন পূজা চেরী ও আদর আজাদ। আলোক হাসানের পরিচালনায় ‘টগর’ শিরোনামের এই সিনেমাটি অ্যাকশন ও থ্রিলার ঘরানার।
নীলচক্র
বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ এবার কুরবানির ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটির ইতিপূর্বে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে।
উৎসব
কাইজার ওয়েব সিরিজ-খ্যাত পরিচালক তানিম নূর-এর নতুন চলচ্চিত্র ‘উৎসব’। কিংবদন্তির ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের ‘এ ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে বানানো হয়েছে সিনেমার গল্প।
এশা মার্ডার: কর্মফল
একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’। তবে এবার আসন্ন ঈদকে টার্গেট করে পুরোদমে অগ্রসর হচ্ছেন নির্মাতা সানী সানোয়ার।
- ট্যাগ:
- বিনোদন
- ঈদের সিনেমার হালচাল