
অনাগত শিশুকে থ্যালাসেমিয়া থেকে বাঁচাতে যা জানতে হবে
প্রথম আলো
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ২০:৫৫
আজ ৮ মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এ উপলক্ষে গত মঙ্গলবার একটি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন। সেখানে থ্যালাসেমিয়া রোগ নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন রক্তরোগবিশেষজ্ঞ ও মুগদা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। পরবর্তী প্রজন্মকে থ্যালাসেমিয়া থেকে বাঁচাতে যা করণীয়, সেসব গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি তাঁর থেকেই।
থ্যালাসেমিয়া কী
থ্যালাসেমিয়া বংশগত রোগ। এ রোগে রক্তের হিমোগ্লোবিনের গঠন নির্ধারণকারী জিন ত্রুটিযুক্ত হয়। হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার একটি প্রোটিন, যা ফুসফুস থেকে শরীরের বাকি অংশে অক্সিজেন বহন করে; আবার কার্বন ডাই–অক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে, যাতে আমরা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে তা বের করে দিতে পারি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- থ্যালাসেমিয়া