'ইনসাফের’ দ্বিতীয় পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানিয়ে দিয়েছেন, সিনেমাটি মুক্তি পাচ্ছে কোরবানির ঈদে।
নতুন পোস্টারে ভিন্ন লুক নিয়ে হাজির হয়েছেন অভিনেতা মোশাররফ করিম।
ফেইসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে সঞ্জয় সমাদ্দার লিখেছেন, "এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ! চলুন ইনসাফ সিনেমার এক শক্তিশালী অভিনেতার সঙ্গে পরিচয় করিয়ে দেই। ‘ইনসাফ: টেল অব লিজেন্ডস' শুরু হচ্ছে এক দুর্দান্ত গল্পের যাত্রা।"